সেনাবাহিনীর জিপ খাদে, ৩ সেনা সদস্য নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সেনাবাহিনীর জিপ খাদে, ৩ সেনা সদস্য নিহত



নোয়াখালীর সুবর্ণচরে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর একটি জিপ খালে পড়ে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন।

নিহতরা হলেন- সৈনিক মামুন (২২), ফয়েজ (২৩) ও ফিরোজ (২৪)। তাদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

জানা যায়, হাতিয়ার স্বর্ণদ্বীপ প্রশিক্ষণ ক্যাম্প থেকে সেনা সদস্যদের বহনকারী গাড়িটি কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিল। পথে চরভাটা ইউনিয়নে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন দু’জন। পরে মারা যান আরও একজন। গুরুতর আহত হন গাড়িতে থাকা আরও আট সেনা সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

কোন মন্তব্য নেই