রাজশাহীতে বছরের প্রথম শিলাবৃষ্টি, আমের মুকুলসহ ফসলের ক্ষতি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে বছরের প্রথম শিলাবৃষ্টি, আমের মুকুলসহ ফসলের ক্ষতি



রাজশাহীতে রবিবার ভোরে বছরের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। ভোর ছয়টা ২০ মিনিটের দিকে এ বৃষ্টিপাত শুরু হয়। কোনো কোনো স্থানে শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি আমের মুকুলের ক্ষতি হয়েছে অনেক। আবার কোথাও বৃষ্টিতে ফসলের কিছুটা ভালো হয়েছে।

রাজশাহী নগরীতে শিলা বৃষ্টি হলেও জেলার অনেক স্থানে শিলা হয়নি। তবে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে ধরে আকাশ মেঘলা হয়ে আছে। এ ফলে আজকে ভোরের বৃষ্টি হয়।

দুর্গাপুরের মারিয়া গ্রামের লালু বলেন, এদিকে হালকি বৃষ্টি হলেও শিলা হয়নি। তবে বৃষ্টিতে ফসলের উপকার হয়েছে।

আবার কোথাও কোথাও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতিও হয়েছে।

জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর, বারপাখিয়া, বাসুদেবপুর, ধোপাপাড়াসহ বিভিন্ন গ্রামে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে সবুজ নামের এক কৃষক সিল্কসিটি নিউজকে জানান। কৃষকরা সরকারের সহযোগীতা কামনা করেছেন ।

রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের রায়পুর এলাকার আম ব্যবসায়ী শামসুল হক জানান, আজকের শিলাবৃষ্টির আঘাতে আমের মুকুল ঝরে পড়ায় চরম লোকসান গুনতে হবে তাদের। আম গাছে মুকুল যে পরিমাণ এসেছিল তাতে অন্যান্য বছরের লোকসান অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব হতো। কিন্তু আজকের শিলাবৃষ্টিতে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক নজরুল ইসলাম জানান, আজ ভোর ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ১৮ মিনিট পর্যন্ত এই শিলাবৃষ্টি স্থায়ী ছিল। এ সময় বজ্রপাতও হয়েছে। তবে বৃষ্টির সময় ঝড়ো হাওয়া ছিলনা। ভোরের এই ৩৮ মিনিটে রাজশাহীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ আকাশে এখনও মেঘ রয়েছে৷ তাই আবারও বৃষ্টি হতে পারে বলেও জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।



এদিকে, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোন মন্তব্য নেই