পরবর্তী ধারার কম্পিউটিং মেশিন ইন্টেল নাক
ন্টেল নেক্সট ইউনিট অব কম্পিউটিং সংক্ষেপে নাক একটি আধুনিক ধারার মিনি পিসি যাতে গ্রাহকের ইচ্ছমত করার বেশ কিছু হার্ডওয়্যার কাস্টমাইজ করিয়ে নেয়া চলে। মূলত ৪x৪ ইঞ্চি আকারের এই পকেট পিসি আকারে ছোট হলেও কম পাওয়ার কনজিউমিং সেগমেন্টের বেশ শক্তিশালী ডেস্কটপ পিসি।
নাক সম্পর্কে টুকি টাকি তথ্য, যা হয়তো আপনি জানতে চান
যেকোন পরিস্থিতিতে ব্যবহার উপযোগী
উইন্ডোজ-১০ ওএস চালিত
নিজেদের পণ্যে ইন্টেলের নিজস্ব প্রযুক্তিতে সংযোজনকৃত।
পুরো প্যাকেজের জন্য ৩ বছরের আর্ন্তজাতিক বিক্রয়োত্তর সেবা।
ইন্টেল নাক বোর্ড সম্পর্কে যা কিছু তথ্য
মেইনবোর্ড ও প্রসেসরের মত কম্পিউটারের গুরুত্বপূর্ণ পার্টস খুব ছোট্ট পরিসরে একীভূত করে সংযোজন করা রয়েছে এবং র্যাম, হার্ড ড্রাইভসহ বেশ কিছু যন্ত্রাংশ সংযুক্ত করার ব্যবস্থা রয়েছে।
মেইনবোর্ডের অপর পৃষ্ঠে স্টোরেজসহ বিভিন্ন যন্ত্রাংশ সংযুক্ত করা্
আকারে মাত্র চার বর্গ ইঞ্চির হলেও অন্যান্য ডেস্কটপের মতই পছন্দমত যন্ত্রাংশ সংযোজন করিয়ে নেয়ার সুবিধা
প্রথম প্রজন্মের DCP847SK থেকে শুরু করে অষ্টম প্রজন্মের NUC8i3CYSM কিট যুক্ত নাক মোড়ক খুলেই ব্যবহার উপযোগী
এসব ডিভাইসের মেইনবোর্ডে প্রথম প্রজন্মের সেলেরন প্রসেসর থেকে শুরু করে অষ্টম প্রজন্মের কোর প্রসেসর সমর্থনযোগ্য।
আকারে ছোট হলেও ইন্টেল নাক এ কম্পিউটারের প্রতিটি কম্পোনেন্ট এমনভাবে সমাবেশ করার ব্যবস্থা রয়েছে যে, একটি পূর্ণাঙ্গ কম্পিউটারের মতই এটি ব্যবহার করা যাবে।
ভারী কাজ ও গেমিং উপভোগ করুন ছোট্ট পিসিতে
উইন্ডোজ-১০ এর সমস্ত সুবিধা রয়েছে নাক এ
গ্রাফিক ডিজাইনের মত সৃষ্টিশীল, কন্টেন্ট তৈরি, ছবি ও ভিডিও এডিটিংয়ের মত ভারী এবং স্প্রেডশিটের কাজ জটিল কাজ
4K ইউএইচডি ভিডিও উপভোগ
ট্রিপল এ রেটিং গেমিং চলে অনায়াসে
এবং অন্যান্য
পারফরম্যান্স: একই কনফিগারেশনের অন্যান্য ডেস্কটপ পিসির মতই গতিশীল। আকারে ছোট হলেও পারফরম্যান্সে কোন উনিশ-বিশ নেই
এনার্জি অপ্টিমাইজেশন: সমান পারফরম্যান্সের ক্ষেত্রে ফুল সাইজ পিসির চেয়ে অনেক কম পাওয়ার দরকার হয়। মাত্র ১২ থেকে ১৫ ভোল্ট ডিসি কারেন্টে চলে এই মিনি পিসি।
খুব সহজে চালানো যায়: অন্যান্য কম্পিউটার এমনকি ল্যাপটপের চেয়েও সহজে ব্যবহার করা যায় নাক। মোড়ক খূলে মনিটর ও মাউস, কিবোর্ড লাগিয়েই ব্যবহার করা যায় এই পিসি।
নির্ভরযোগ্যতা: ৩ বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবার কথা মাথায় রেখে নিশ্চিতে ব্যবহার করা যাবে এই পিসি।


কোন মন্তব্য নেই