অনেকদিন চুপ করে থাকার পরে এবার মুখ খুললেন সালমান মুক্তাদির
হঠাৎ ‘আনসাবস্ক্রাইব’ ঝড়ে পর ডিসলাইকের বন্যায় ভেসেছিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। সম্প্রতি ‘অভদ্র প্রেম’ শিরোনামের নতুন একটি ভিডিও প্রকাশের এক দিনের মধ্যেই অশ্লিলতার অভিযোগে তার চ্যানেলকে প্রায় এক লাখ আনসাবস্ক্রাইব করছে। শুধু এতেই ক্ষান্ত হননি তারা। ভিডিওটিতে প্রায় এক লাখ ১০ হাজার জন ডিসলাইকও দিয়েছেন।
তবে এখনো ভিউয়ারসদের সেই আনসাবস্ক্রাইবের মিশন চলছে। অনেকদিন চুপ করে থাকার পরে এবার মুখ খুললেন সালমান মুক্তাদির।
তিনি বলেন, এটা আসলে অনেক বড় একটা ভুল বোঝাবুঝি। অনেকেই মনে করছে আমি এই আনসাবস্ক্রাই নিয়ে অনেক চিন্তিত, কিন্তু আমি একটুও তা নই। কেননা যারা আমাকে ভালবাসেন তারা ঠিকই আমার পাশে আছেন এবং থাকবেন।
এদিকে, নিজের ভিডিওটি নিয়ে চিন্তিত সালমান মুক্তাদির। কেননা তার ভিডিওটি বিভিন্ন খারাপ সাইটগুলোতে ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে সালমান মুক্তাদির বলেন, ভিডিওটাকে ভিন্ন দিকে প্রবাহিত করা হচ্ছে। এতে করে আমাকে আমার ভক্তদের কাছে খারাপ প্রমাণিত করা হচ্ছে।
এরআগে, চলতি মাসে নিজের ফেসবুকে ‘অভদ্র প্রেম’ শিরোনামের একটি গান আসছে বলে স্ট্যাটাস দেন সালমান মুক্তাদির। সেখানে তিনি লেখেন, ব্রাউনফিসের ভিডিও তাদের জন্য যারা দুঃখ এবং ভালবাসার গান শুনে ক্লান্ত হয়ে পড়েছেন।
এরপরে ৯ ফেব্রুয়ারি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন ‘অভদ্র প্রেম’ শিরোনামের গানটি। আর মিউজিক ভিডিওটি যৌনতায় উস্কানি দেয়া হয়েছে বলে অনেকেই তার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করা শুরু করেন।

কোন মন্তব্য নেই