প্রধানমন্ত্রীকে দ্রুত অবসরে গিয়ে গ্রামে থাকার আহ্বান রিজভীর
খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবসরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। প্রধানমন্ত্রীর অবসরে গিয়ে গ্রামে থাকার সিদ্ধান্তের বিষয়ে এ আহ্বান জানালেন তিনি।
সকালে রাজধানীর নয়া পল্টনে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, জনগণ সুখবরের অপেক্ষায় আছে, কবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবসরে যাবেন। এসময় রিজভী আহমেদ অভিযোগ করেন, খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে। সরকারের সমালোচনা করলেই গায়েবী মামলা দেয়া হচ্ছে বলে জানান তিনি। সাধারণ মানুষ এই সরকারের নির্যাতনে অতিষ্ট বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।

কোন মন্তব্য নেই