তুরস্কে সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তুরস্কে সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত




তুরস্কের ইস্তাম্বুলের আবাসিক এলাকায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছে।
ইস্তাম্বুলের একটি হাউজিং কমপ্লেক্সে স্থানীয় সময় সোমবার আনুমানিক সন্ধ্যা সাতটায় ইউএইচ-১ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় আবাসিক এলাকার কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি।হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করলে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন তুরস্কের সরকারি কর্মকর্তারা। দুর্ঘটনায় আহত সেনা সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় চার সেনাসদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


কোন মন্তব্য নেই