ইউরোপের বাজার পেলো একমি ল্যাবরেটরিজ লিমিটেড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউরোপের বাজার পেলো একমি ল্যাবরেটরিজ লিমিটেড


ইউরোপের বাজারে ওষুধ রপ্তানির সুযোগ পেলো পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজ লিমিটেড।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


তথ্যমতে, পণ্যের মানের জন্য গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) কমপ্লায়েন্স সনদ পেয়েছে একমি। আদর্শ মান বজায় রেখে ওষুধ উৎপাদন করায় এ সনদ দিয়েছে যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রডাক্ট রেগুলেটরী এজেন্সী (ইউকে এমএইচআরএ)। আর সনদ পাওয়ার ফলে ইরোপের বাজারে ওষুধ রপ্তানির সুযোগ পেলো একমি।

জানা গেছে, যুক্তরাজ্যের মেডিসিন এবং হেলথকেয়ার প্রডাক্ট রেগুলেটরী এজেন্সি (ইউকে এমএইচআরএ) একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ধামরাই কারখানা পরিদর্শন করেছে। সংস্থাটি কোম্পানির সলিড ডোসেজ ইউনিট (এসডিইউ) সফলভাবে পরিদর্শন করেছে। পরিদর্শনের মাধ্যমে একমির পণ্যের গুণগত মানসহ অন্যান্য বিষয়ে কমপ্লায়েন্স পরিপালন করে আসছে বলে নিশ্চিত হয়েছে সংস্থাটি। ফলে কোম্পানিটিকে জিএমপি কমপ্লায়েন্স সার্টিফিকেট দিয়েছে তারা। আর এই সনদ গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছে একমি পর্ষদ।

এই সনদ প্রান্তির ফলে একমির পণ্য আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছলো। এর ফলে যুক্তরাজ্য এবং ইউরোপের অন্যান্য বাজারে একমির পণ্য প্রবেশ করতে কোনো বাধা রইল না। এসব বাজারে পণ্য বাজারজাত করার ফলে একমি ল্যাবরেটরিজের এক নতুন দিগন্তের উম্মোচন হলো। যার মধ্যে রয়েছে অপার সম্ভাবনা। মান বজায় রেখে বাজারজাত করার মাধ্যমে কোম্পানিটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। এতে ভবিষ্যতে কোম্পানির প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে।


কোন মন্তব্য নেই