পেস বিভাগ নিয়ে চিন্তায় জালাল ইউনুস
ইংল্যান্ড বিশ্বকাপের মাত্র ২০ দিন বাকি। দেশের ক্রিকেট-পাগল প্রায় সবারই স্বপ্ন এবার ট্রফি নিয়ে দেশে ফিরবে মাশরফি বিন মর্তুজার দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিশ্বাস করেন, সেমিফাইনালে খেলা সম্ভব। আর সেখানে ভাগ্য সহায় হলে ফাইনালেও যেতে পারে টাইগাররা। তবে এজন্য মাঠের রণ-পরিকল্পনা সঠিকভাবে পালন করতে হবে; নয়তো হতাশা ছাড়া কিছুই মিলবে না বলে মনে করেন তিনি। দেশের সাবেক এই পেস বোলার বিশ্বকাপ দলের পেস বিভাগ নিয়েও কিছুটা চিন্তিত। দৈনিক মানবজমিনের স্পোর্টস রিপোর্টার ইশতিয়াক পারভেজের সঙ্গে বিশ্বকাপ নিয়ে জালাল ইউনুস তুলে ধরেছে নিজের আশা-প্রত্যাশার কথা। সেই কথোপকথনের মূল অংশ তুলে ধরা হল-
প্রশ্ন: ত্রিদেশীয় সিরিজে টাইগারদের জয় দিয়ে শুরু, তা কতটা স্বস্তির?
জালাল ইউনুস: বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজ আমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথম ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স ছিল দলের। এই জয় বিশ্বকাপে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হবে বলেই মনে করি।
প্রশ্ন: তামিম ইকবালের পার্টনার হিসেবে কাকে দেখতে চান?
জালাল ইউনুস: অনেক দিন থেকেই তামিমের একজন ধারাবাহিক পার্টনার পাওয়া যাচ্ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সৌম্য সরকার দারুণ করেছে। যদি ও ধারাবাহিকতা ধরে রাখতে পারে, আমি চাই সৌম্যই ওপেন করুক। ইংল্যান্ডের কন্ডিশনে ওকে উপযুক্ত ব্যাটসম্যান মনে হয়েছে সব দিক থেকে।
প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল জিতলেও মোস্তাফিজ ভালো করতে পারেনি...
জালাল ইউনুস: আমি বলবো শুরুটা পেসারদের তেমন ভালো হয়নি। যদিও শেষ দিকে মাশরাফি দলের জন্য দারুণ ভূমিকা রাখে। বাকি পেসারদের অবদান আমি দেখিনি। দেখুন, এ ধরনের উইকেটে সাধারণত পেসাররাই বড় ভূমিকা রাখে। শুরুতে কয়েকটা উইকেট তুলে নেয়। সেটি প্রথম ম্যাচে ছিল না। বিশেষ করে মোস্তাফিজ অনেক রান দিয়েছে। অনেক ঠান্ডা বলে হয়তো মানিয়ে নিতে একটু সময় লাগছে। আর ইনজুরি নিয়ে কিছুটা চিন্তা তো আছেই। তবে আয়ারল্যান্ডের উইকেটের তুলনায় ইংল্যান্ডে ভিন্ন থাকবে। সেখানে হয়তো পেসাররা আরো বেশি সুবিধা পাবে। তবে বিশ্বকাপে ভালো করার জন্য আমাদের পেস বোলারদের ধারাবাহিক হতে হবে।
প্রশ্ন: বোলিং বিভাগে তাহলে আপনার আস্থা কতটুকু?
জালাল ইউনুস: মাশরাফি তো ত্রিদেশীয় সিরিজে দারুণ শুরু করেছে। এছাড়া বিশ্বকাপে ওর সঙ্গে রুবেল, মোস্তাফিজ, রাহী আছে। আমি মনে করি ওরা ভালো করবে। মাশরাফিকে দেখুন, ও কিন্তু সফল হচ্ছে সঠিক জায়গায় বল করে। আমি মনে করি, মাশরাফি পেস বোলারদের জন্য উদাহরণ হতে পারে যে কীভাবে সফল হওয়া যায়।
প্রশ্ন: মাশরাফির সঙ্গী হিসেবে একাদশে কোন কোন পেসারকে দেখতে চান?
জালাল ইউনুস: অবশ্যই মাশরাফির সঙ্গে রুবেল, মোস্তাফিজকে আমি দেখতে চাই। আর সাইফউদ্দিন আমাদের অলরাউন্ডার হিসেবে কাজে আসবে। এখানে সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকেই। কোচ, অধিনায়ক একাদশ সাজাবে। দলের প্রয়োজন বুঝেই বোলারদের মাঠে নামাবে তারা।
প্রশ্ন: গুঞ্জন উঠেছে বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবে, আপনি কতটা বিশ্বাস করেন?
জালাল ইউনুস: আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং চাইও এমনটা হোক। কিন্তু তার জন্য আমাদের সেরাটা খেলতে হবে। পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে, যাদের আমরা সহজেই হারাতে পারি তাদের বিপক্ষে যেন জয় হাতছাড়া না হয়। যেমন আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এই চারটি জয় আমাদের অনেক প্রয়োজন। এছাড়াও শুরুতেই দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ এখান থেকে একটি জিততেই অনেকটা এগিয়ে যাব সেমিফাইনালের দিকে। আর সেখানে যেতে পারলে নকআউটে সব দলের উপরই চাপ থাকে। তবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারানো কঠিন হবে।
প্রশ্ন: ইংল্যান্ডে আমাদের বড় চ্যালেঞ্জ কি হবে?
জালাল ইউনুস: আমি মনে করি আমাদের সেখানে বড় স্কোর করাটাই হবে আসল চ্যালেঞ্জ। ম্যাচে জিততে হলে আগে ব্যাট করলেও বড় রান করতে হবে। আর পরে ব্যাট করলেও থাকবে বড় রানের লক্ষ্য তাড়া করার চ্যালেঞ্জ। আমি মনে করি, সেখানে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে সবচেয়ে বেশি।
প্রশ্ন: ত্রিদেশীয় সিরিজে টাইগারদের জয় দিয়ে শুরু, তা কতটা স্বস্তির?
জালাল ইউনুস: বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজ আমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথম ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স ছিল দলের। এই জয় বিশ্বকাপে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হবে বলেই মনে করি।
প্রশ্ন: তামিম ইকবালের পার্টনার হিসেবে কাকে দেখতে চান?
জালাল ইউনুস: অনেক দিন থেকেই তামিমের একজন ধারাবাহিক পার্টনার পাওয়া যাচ্ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সৌম্য সরকার দারুণ করেছে। যদি ও ধারাবাহিকতা ধরে রাখতে পারে, আমি চাই সৌম্যই ওপেন করুক। ইংল্যান্ডের কন্ডিশনে ওকে উপযুক্ত ব্যাটসম্যান মনে হয়েছে সব দিক থেকে।
প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল জিতলেও মোস্তাফিজ ভালো করতে পারেনি...
জালাল ইউনুস: আমি বলবো শুরুটা পেসারদের তেমন ভালো হয়নি। যদিও শেষ দিকে মাশরাফি দলের জন্য দারুণ ভূমিকা রাখে। বাকি পেসারদের অবদান আমি দেখিনি। দেখুন, এ ধরনের উইকেটে সাধারণত পেসাররাই বড় ভূমিকা রাখে। শুরুতে কয়েকটা উইকেট তুলে নেয়। সেটি প্রথম ম্যাচে ছিল না। বিশেষ করে মোস্তাফিজ অনেক রান দিয়েছে। অনেক ঠান্ডা বলে হয়তো মানিয়ে নিতে একটু সময় লাগছে। আর ইনজুরি নিয়ে কিছুটা চিন্তা তো আছেই। তবে আয়ারল্যান্ডের উইকেটের তুলনায় ইংল্যান্ডে ভিন্ন থাকবে। সেখানে হয়তো পেসাররা আরো বেশি সুবিধা পাবে। তবে বিশ্বকাপে ভালো করার জন্য আমাদের পেস বোলারদের ধারাবাহিক হতে হবে।
প্রশ্ন: বোলিং বিভাগে তাহলে আপনার আস্থা কতটুকু?
জালাল ইউনুস: মাশরাফি তো ত্রিদেশীয় সিরিজে দারুণ শুরু করেছে। এছাড়া বিশ্বকাপে ওর সঙ্গে রুবেল, মোস্তাফিজ, রাহী আছে। আমি মনে করি ওরা ভালো করবে। মাশরাফিকে দেখুন, ও কিন্তু সফল হচ্ছে সঠিক জায়গায় বল করে। আমি মনে করি, মাশরাফি পেস বোলারদের জন্য উদাহরণ হতে পারে যে কীভাবে সফল হওয়া যায়।
প্রশ্ন: মাশরাফির সঙ্গী হিসেবে একাদশে কোন কোন পেসারকে দেখতে চান?
জালাল ইউনুস: অবশ্যই মাশরাফির সঙ্গে রুবেল, মোস্তাফিজকে আমি দেখতে চাই। আর সাইফউদ্দিন আমাদের অলরাউন্ডার হিসেবে কাজে আসবে। এখানে সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকেই। কোচ, অধিনায়ক একাদশ সাজাবে। দলের প্রয়োজন বুঝেই বোলারদের মাঠে নামাবে তারা।
প্রশ্ন: গুঞ্জন উঠেছে বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবে, আপনি কতটা বিশ্বাস করেন?
জালাল ইউনুস: আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং চাইও এমনটা হোক। কিন্তু তার জন্য আমাদের সেরাটা খেলতে হবে। পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে, যাদের আমরা সহজেই হারাতে পারি তাদের বিপক্ষে যেন জয় হাতছাড়া না হয়। যেমন আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এই চারটি জয় আমাদের অনেক প্রয়োজন। এছাড়াও শুরুতেই দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ এখান থেকে একটি জিততেই অনেকটা এগিয়ে যাব সেমিফাইনালের দিকে। আর সেখানে যেতে পারলে নকআউটে সব দলের উপরই চাপ থাকে। তবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারানো কঠিন হবে।
প্রশ্ন: ইংল্যান্ডে আমাদের বড় চ্যালেঞ্জ কি হবে?
জালাল ইউনুস: আমি মনে করি আমাদের সেখানে বড় স্কোর করাটাই হবে আসল চ্যালেঞ্জ। ম্যাচে জিততে হলে আগে ব্যাট করলেও বড় রান করতে হবে। আর পরে ব্যাট করলেও থাকবে বড় রানের লক্ষ্য তাড়া করার চ্যালেঞ্জ। আমি মনে করি, সেখানে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে সবচেয়ে বেশি।
কোন মন্তব্য নেই