আনন্দে কাঁদলেন পচেত্তিনো
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে প্রথমবার ফাইনালে উঠলো টটেনহ্যাম হটস্পার। এদিন আনন্দ অশ্রু জড়ালেন টটেনহ্যাম কোচ মাউসিও পচেত্তিনো। ম্যাচে শেষ মিনিটে (৯০+৬) লুকাস মোরার গোলে যখন আনন্দে ফেটে পড়ে হটস্পারর শিবির, সঙ্গে সঙ্গেই নতজানু হয়ে বসে কেঁদে ফেলেন টটেনহ্যামের এই আর্জেন্টাইন কোচ। ম্যাচ শেষেও আবেগ কমছিল না পচেত্তিনোর। তিনি বলেন, ‘আমার পরিবারকে স্মরণ করতে চাই......এই অসাধারণ পুরস্কারটি তাদের জন্য। অসাধারণ এক অনুভূতি। ফুটবলকে ধন্যবাদ। ফুটবল ছাড়া এই ধরনের আবেগ সম্ভব নয়।
সবাইকে ধন্যবাদ যারা আমাদের উপর বিশ্বাস রেখেছে। এটা ভাষায় প্রকাশ করা কঠিন।’ ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার পচেত্তিনোকে নিয়ে বলেন, ‘শেষ গোলটা হওয়ার সঙ্গে সঙ্গে হাঁটু গেঁড়ে মাটিতে বসে পড়লো আর সে (পচেত্তিনো) বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। তাকে এভাবে দেখাটা আবেগের এবং তার কাছে এই জয়ের অনুভূতি কেমন, সেটা দেখে আপ্লুত আমি।’ টটেনহ্যাম খেলোয়াড়দের নিয়ে পচেত্তিনো বলেন, ‘আমার ছেলেরা সবাই হিরো। গেল বছর আমি সবাইকে বলেছিলাম যে এই গ্রুপের সবাই হিরো।
দ্বিতীয়ার্ধে আজ তারা অসাধারণ খেলেছে।’ তবে হিরোদের মধ্যে জয়ের নায়ক লুকাস মোরাকে পচেত্তিনো বলেছেন ‘সুপারহিরো’।
কোন মন্তব্য নেই