ঢাকা আবাহনীর সহজ জয় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাকা আবাহনীর সহজ জয়



এএফসি কাপে চেন্নাই এএফসির কাছে হারের পর বাংলাদেশ প্রিমিয়ার লীগে এসে জয়ের দেখা পেয়েছে ঢাকা আবাহনী। নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে গতকাল সানডে সিজোবা ও নাবীব নেওয়াজ জীবনের গোলে ২-০ ব্যবধান জেতে আবাহনী। দারুণ এই জয়ে শিরোপা লড়াইয়ে বসুন্ধরা কিংসের পেছনেই আছে ৬ বারের চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে ১১তম জয়ে আবাহনীর সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান ম্যাচে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে বসুন্ধরা।  
এদিন ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় লীগের প্রথম লেগে নবাগত দল নোফেলকে ২-১ গোলে হারানো আবাহনী। বাঁ দিক থেকে সতীর্থের লম্বা থ্রো একটু লাফিয়ে পা ছুঁইয়ে জালে জড়ান সানডে সিজোবা।
লীগের সর্বাধিক গোলদাতা এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের গোল সংখ্যা ১০টি। ম্যাচের ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শিরোপাধারীরা। হেডে গোল করেন জীবন। চলতি মৌসুমে লীগে জীবনের গোল দাঁড়ালো ৯টি। দ্বিতীয়ার্ধে নোফেলের রক্ষণে চাপ ধরে রেখে ব্যবধান বাড়িয়ে নিতে না পারলেও সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। 
এদিকে, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। দলের জয়ে মোমোদু বাহ দুটি এবং কিংসলে চিগোজি ও দিদারুল আলম একটি করে গোল করেন। মুক্তিযোদ্ধা সংসদের একমাত্র গোলদাতা ইউসুকে কাতো। এ জয়ে ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এলো চট্টগ্রাম আবাহনী। আর ষষ্ঠ হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা নেমে গেছে সপ্তম স্থানে। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট।


জিতেই চলেছে বসুন্ধরা কিংস
ঘরের মাঠে আরেকটি জয় তুলে নিলো বাংলাদেশ প্রিমিয়ার লীগে অজেয় থেকে প্রথম লেগ শেষ করা বসুন্ধরা কিংস। গতকাল নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। এ জয়ে ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে অষ্টম স্থানে থাকা শেখ জামালের সংগ্রহ ১৪ পয়েন্ট। 
এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পাচ্ছিল না বসুন্ধরা কিংস। মাঝেমধ্যে প্রতি আক্রমণে উঠছিল ২০১৫ সালের লীগ চ্যাম্পিয়ন শেখ জামালও। ২৩তম মিনিটে গাম্বিয়ার ফরোয়ার্ড এমিল সাম্বু লক্ষ্যভ্রষ্ট হেডে শেখ জামালকে হতাশ করেন। ম্যাচের ২৬ মিনিটে আলি হোসেন গোললাইন থেকে বসুন্ধরার আক্রমণ ফেরান। অবশেষে ৩৬তম মিনিটে গোলের  দেখা পায় নবাগত দলটি। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস দি সিলভা। দ্বিতীয়ার্ধের শুরুতে মতিন মিয়ার শট গোলরক্ষককের হাত ছুঁয়ে দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি। ৫১তম মিনিটে বাঁ দিক থেকে সলোমন কিংয়ের বাড়ানো বল নিখুঁত শটে লক্ষ্যভেদ করে শেখ জামালকে সমতায় ফেরান স্যাম্বু। এরপর জোড়া গোলে বসুন্ধরার জয় অনেকটাই নিশ্চিত করে দেন মতিন। ৫৭তম মিনিটে ইমন মাহমুদের চিপে হেডে লক্ষ্যভেদের পর ৬৩তম মিনিটে দেনিয়েল কলিন্দ্রেস সোলেরার বাড়ানো বল জালে পৌঁছে স্কোরলাইন ৩-১ করেন এই ফরোয়ার্ড। লীগের প্রথম পর্বে শেখ জামালকে ১-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস।

আজকের খেলা
রহমতগঞ্জ-সাইফ স্পোর্টিং (৭টা)
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
টিম বিজেএমসি-মোহামেডান (৪টা)
শহীদ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী 

কোন মন্তব্য নেই