তুরস্ক বের হয়ে গেলে এফ-৩৫ জঙ্গিবিমান প্রকল্প ব্যর্থ হবে এর্দোগান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তুরস্ক বের হয়ে গেলে এফ-৩৫ জঙ্গিবিমান প্রকল্প ব্যর্থ হবে এর্দোগান



রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্রয় করার কারণে আঙ্কারাকে এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করা হবে না বলে আমেরিকা যে হুমকি দিয়েছে তার কড়া নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। এফ-৩৫ জঙ্গিবিমান ইস্যুতে ওয়াশিংটন অযাচিত আচরণ করছে বলেও অভিযোগ করেন এর্দোগান।

আজ মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে তুয়াপ মেলা কেন্দ্রে আয়োজিত ১৪তম আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীতে দেয়া বক্তব্যে এর্দোগান বলেন, এফ-৩৫ প্রকল্প থেকে তুরস্ক বের হয়ে গেলে তা ভেঙে পড়বে। তিনি বলেন, তার দেশ রাজনীতি, কূটনীতি এবং অর্থনীতি ক্ষেত্রে কোনো ধরনের চাপিয়ে দেয়া নীতি গ্রহণ করে নি। তাই প্রতিরক্ষা ক্ষেত্রেও চাপিয়ে দেয়া কোনো নীতির কাছে তুরস্ক নতিস্বীকার করবে না বলেও তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন।   

নিজেদের আত্মরক্ষায় অধিকার থেকে কেউ যদি আমাদেরকে বঞ্চিত করতে চায় সেক্ষেত্রে তুরস্ক নিরব থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে যে চুক্তি হয়েছে তাকে কেন্দ্র করে তুরস্কের অধিকারের ওপর আঘাত হানা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।-পার্সটুডে


কোন মন্তব্য নেই