মমতাকে আমন্ত্রণ মোদির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মমতাকে আমন্ত্রণ মোদির

শপথ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন অনুষ্ঠানে যোগ দিতে চেষ্টা করবেন তিনি।



মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ পেয়েছে। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনার পর সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় অনুষ্ঠানে যোগ দিতে চেষ্টার কথা জানান মমতা। নির্বাচনি প্রচারণা চলার সময় বেশ কয়েকবার বাক বিতন্ডায় জড়িয়েছেন মমতা বন্দোপাধ্যায় ও নরেন্দ্র মোদি। এর আগে, কোন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সাথে ব্যক্তিগত বিরোধ নেই বলে জানান নরেন্দ্র মোদি। ৩০শে মে বৃহস্পতিবার ভারতের নতুন সরকারের হতে যাওয়া শপথ অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকার উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে থাকায় তার পরিবর্তে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ. কে. এম. মোজাম্মেল হক।


কোন মন্তব্য নেই