এবারের বিশ্বকাপ হবে ১১টি ভেন্যুতে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবারের বিশ্বকাপ হবে ১১টি ভেন্যুতে

দেড় মাসের মহা আসর। ১০ দলের চার ডজন ম্যাচ, ১১ ভেন্যুতে। ঐতিহ্য, ধারণ দর্শক ক্ষমতা আর নানা ঘটনের প্রেক্ষিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ওয়ার্ল্ড কাপের  প্রত্যেকটি মাঠের রয়েছে স্বকিয়তা। 



ইতিহাস, ধারণ ক্ষমতা বা অন্য যেকোন বিচারে ইংল্যান্ড বিশ্বকাপে সব মাঠের চেয়ে যোযন ব্যবধাণে এগিয়ে ক্রিকেটের মক্কা লর্ডস। আগের ১১ বিশ্বকাপের সর্বোচ্চ ৪টি ফাইনাল হয়েছে এ মাঠেই। এখান থেকেই প্রথম তিন আসর আর ১৯৯৯’র শিরোপা মীমাংসা হয়েছে।

ইডেন গার্ডেন্স বা মেলবোর্নের তুলণায় ঢের পিছিয়ে থাকলেও পৃথিবীর প্রথম ক্রিকেট গ্রাউন্ডস লর্ডসের প্রায় ৩০ হাজারি গ্যালারি এবারের বিশ্বকাপে বাকি ১০’র চেয়ে এগিয়ে। নিকটবর্তী কেনিংটন ওভালে বসতে পারবেন ২৫ হাজার দর্শক।



বিশ্বকাপের নাম ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস হলেও ১১মাঠের ১০টিই ইংল্যান্ডে। বাংলাদেশের পয়া ভেন্যু কার্ডিফের সোফিয়া গার্ডেন্স ওয়েলসের একমাত্র মাঠ। গ্যালারিতে বসতে পারবেন ১৫ হাজার দর্শক।

১২ ভেন্যুর সবচেয়ে বেশি ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। ৫টি করে ম্যাচ হবে লর্ডস, ওভাল, এজবাস্টন ও ট্রেন্টব্রিজে। কার্ডিফ ও লিডসে হবে ৪টি করে ম্যাচ। টন্টন, চেস্টার-লি-স্ট্রীট  ও ব্রিস্টলে হবে দুটি করে ম্যাচ।

১৪ জুলাই ইংরেজদের রাজধানীতে হবে দ্বাদশ বিশ্বকাপের শিরোপা মিমাংসা। নিশ্চয়ই ৫টি বিশ্ব আসরের ফাইনালের স্বাক্ষী হয়ে লর্ডসের মাহাত্ব্য পৌঁছে যাবে আরও দূর।


কোন মন্তব্য নেই