রাহুল গান্ধীর ভরাডুবি! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাহুল গান্ধীর ভরাডুবি!

গত ১৯ মে সাত ধাপে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। ওই দিন সন্ধ্যা থেকেই বিভিন্ন জরিপ সংস্থা বুথফেরত ফল প্রকাশ করতে থাকে। অধিকাংশ জরিপেই আভাস মিলেছে, দিল্লির ক্ষমতা ফের বিজেপির হাতে যাচ্ছে।


এদিকে আজ সকাল থেকে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়। তারপর শুরু হয়েছে ইভিএম গণনা। প্রাথমিকভাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ৩২৫টি আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ১০৪টি আসনে। অন্যরা এগিয়ে ১১২টি আসনে।

আর এতে দেখা যায়, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির সভাপতি রাহুল গান্ধী লজ্জার একটি পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ দেশটির উত্তর আমেথি বরাবরই গান্ধী-নেহেরু পরিবারের আসন হিসেবেই পরিচিত। এছাড়া গত কয়েক দশক ধরে ভারতের রাজনীতিতে আসনটি নিয়ন্ত্রণ করছেন এ পরিবারের সদস্যরা। সেখানেই পিছিয়ে পড়ে হেরেছেন রাহুল গান্ধী।

৪৮ বছর বয়সী গান্ধী এ এলাকা থেকে আগে তিনবার এমপি হয়েছেন। এবার লড়ছেন চতুর্থ বারের জন্য। তবে এ আসনে হারলেও তিনি পার্লামেন্টের বাইরে চলে যাবেন না, কারণ কেরালার ওয়েনাডেতে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন তিনি।



উল্লেখ্য, লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে এবার ৫৪২টি আসনে ভোট হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে তামিলনাড়ু রাজ্যের একটি আসনে এবার ভোট হয়নি। একক সংখ্যাগরিষ্ঠ পেতে গেলে কোনো দল বা জোটকে ম্যাজিক সংখ্যা ২৭২টি আসন পেতে হবে।-অর্থসূচক

কোন মন্তব্য নেই