নওয়াজের জামিনের মেয়াদ বাড়াতে রাজি হয় নি আদালত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নওয়াজের জামিনের মেয়াদ বাড়াতে রাজি হয় নি আদালত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বর্তমানে তিনি দুর্নীতির মামলায় ছয় সপ্তাহের জামিনে রয়েছেন।



জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের ওপর শুনানি করেন প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ। শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনকারীদের আচরণ থেকে স্পষ্ট হয়েছে যে, নওয়াজ শরীফের জন্য আসন্ন কোনো হুমকি নেই বরং তারা ভয় থেকে এই আবেদন করা হয়েছে।  

২০১৮ সালের ২৪ ডিসেম্বর পাকিস্তানের একাউন্টিবিলিটি আদালত আল-আজিজিয়া দুর্নীতির মামলায় নয়াজ শরীফকে সাত বছরের কারাদণ্ড দেয় ও আড়াই কোটি ডলার জরিমানা করে।   

চিকিৎসার কথা বলে নওয়াজ শরীফ ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদন করেন। কিন্তু আদালত সে আবেদন নাকচ করে। আদালত বলেছলি, নওয়াজ শরীফের বিষয়ে কোনো মেডিক্যাল রিপোর্ট বলছে না যে, কারাগারে থাকলে তার জীবনের জন্য হুমকি সৃষ্টি হতে পারে। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং আদালত তাকে ছয় সপ্তাহের জামিন দেয়।-পার্সটুডে

কোন মন্তব্য নেই