কাল জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফরে আগামীকাল জাপান যাচ্ছেন। তাঁর সফরকে কেন্দ্র করে নিজেদের নানা আশা, আকাঙ্খার কথা জানিয়েছেন প্রবাসীরা।
তিনদিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাপানের প্রভাবশালী দৈনিক নিক্কেই শিম্বুন আয়োজিত ‘এশিয়ার ভবিষ্যৎ’ শিরোনামের আন্তর্জাতিক ফোরামে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জাপানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, রাজনীতিক ও সাধারণ মানুষ তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। প্রবাসে থেকেই তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ চান।
এবারের ২৫তম সমাবেশে অতিথি হিসেবে থাকছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেন ও লাওসের সরকার প্রধান। এছাড়া সিঙ্গাপুর ও ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী এবং মঙ্গোলিয়ার পার্লামেন্টের স্পিকারও ফোরামে যোগ দেবেন।
উদ্বোধনী দিনে মূল বক্তব্য উপস্থাপন করবেন- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮শে মে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংবর্ধনার আয়োজন করেছেন প্রবাসীরা।
তিনদিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাপানের প্রভাবশালী দৈনিক নিক্কেই শিম্বুন আয়োজিত ‘এশিয়ার ভবিষ্যৎ’ শিরোনামের আন্তর্জাতিক ফোরামে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জাপানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, রাজনীতিক ও সাধারণ মানুষ তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। প্রবাসে থেকেই তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ চান।
এবারের ২৫তম সমাবেশে অতিথি হিসেবে থাকছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেন ও লাওসের সরকার প্রধান। এছাড়া সিঙ্গাপুর ও ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী এবং মঙ্গোলিয়ার পার্লামেন্টের স্পিকারও ফোরামে যোগ দেবেন।
উদ্বোধনী দিনে মূল বক্তব্য উপস্থাপন করবেন- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮শে মে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংবর্ধনার আয়োজন করেছেন প্রবাসীরা।

কোন মন্তব্য নেই