বিশ্বকাপের আগে ১২ জুয়াড়িকে নিয়ে আইসিসির সতর্কতা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বকাপের আগে ১২ জুয়াড়িকে নিয়ে আইসিসির সতর্কতা




দিনের অপেক্ষা যেন ফুরাচ্ছে না আয়োজকদের। কমতে কমতে ৩ দিনে এসে ঠেকলো। তারপরেই ক্রিকেট মহাযজ্ঞে মাতবে পুরো বিশ্ব। এর আগেই আয়োজকরা নানান কার্যক্রম শুরু করেছে। ইভেন্ট সামনে নিয়ে ঘুম হচ্ছে না ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিরও। নিয়ম কানুনে নজরদারির পাশাপাশি আর্থিক অনিয়ম ঠেকাতেও নানা পদক্ষেপ হাতে নিয়েছে তারা। এরই মধ্যে চিহ্নিত ১২জন জুয়াড়িকে হুঁশিয়ারি দিয়েও ফেলেছে। কোনরকম ভাবেই যেন স্পট ফিক্সিং কিংবা ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা না করে। ৩০ মে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তার আগে আটঘাট বেঁধেই নামছে আইসিসি।

ক্রিকেট বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি ম্যাচ ফিক্সিং। গত একযুগে এর সঙ্গে যুক্ত হয়ে জেলও খেটেছেন কয়েকজন তারকা ক্রিকেটার, ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে অনেক ক্রিকেটারের। তবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপকে ঘিরে ফিক্সিংয়ের ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক রিপোর্টে তুলে আনা হয়েছে, আইসিসি ১২ জন ম্যাচ ফিক্সারকে সাবধান করে দিয়েছে আইসিসি; তারা যেন বিশ্বকাপের সময় ইংল্যান্ডে আসতে না পারে।



আইসিসির দুর্নীতি দমন শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি চিঠি, ফোনের মাধ্যমে। যদি তাদের মধ্যে কাউকে দেখা যায় তাহলে তাদের বের (ইংল্যান্ড থেকে) করে দেয়া হবে। তাদের সব তথ্য এখানকার পুলিশকে আমরা জানিয়েছি। আমাদের কেউ যদি তাদের দেখতে পায় তাহলে মাঠ থেকে বেরিয়ে যেতে অনুরোধ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এমন ডজনখানেক রয়েছেন, যাদের বিশ্বকাপে আসার আমন্ত্রণ নেই। যদি তাদের বাইরেও আরও কাউকে দেখা যায় তাহলে তাদেরও বেরিয়ে যেতে বলা হবে। বিশ্বজুড়ে এমন লোক আছে, তবে বেশিরভাগই রয়েছে উপমহাদেশ অঞ্চল থেকে।’

এসিইউ এর জেনারেল ম্যানেজার আলেক্স মার্শাল ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘প্রতিটি দলে আমাদের ইউনিট থেকে একজন কর্মকর্তা থাকলে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের জন্য সুবিধাজনক। দলে কোনো অনিয়ম ঘটছে কি না, খেলোয়াড়রা দুর্নীতিগ্রস্ত হচ্ছে কি না এসব ব্যাপারে আমাদের কমিশন কার্যকরী ভূমিকা রাখবে।


কোন মন্তব্য নেই