দই-মিষ্টিতে আগাম তারিখ, প্রিন্স ফুডকে জরিমানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দই-মিষ্টিতে আগাম তারিখ, প্রিন্স ফুডকে জরিমানা



সাভারের হেমায়েতপুরে মিষ্টিদই তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রিন্স ফুড প্রোডাক্টস নামের এক প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার হেমায়েতপুরে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।



অভিযান প্রসজ্ঞে র‌্যাব-৪ এর এএসপি আব্দুলাহ জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদনসহ উৎপাদিত পণ্যে আগাম তারিখ ব্যবহারের জন্য প্রিন্স ফুড প্রোডাক্টসকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ কারখানায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

কোন মন্তব্য নেই