কংগ্রেসের মৃত্যু ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কংগ্রেসের মৃত্যু ঘোষণা



ভারতের জাতীয় নির্বাচনে বুথ ফেরত জরিপে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের আভাসে প্রধান বিরোধী দল কংগ্রেসকে এক হাত নিলেন দেশটির রাজনৈতিক দল স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব। 

বুথ ফেরত জরিপের ফল প্রকাশের পরদিন সোমবার রাহুল গান্ধী নেতৃত্বাধীন এই দলের দিকে যেন গুলি ছুড়লেন তিনি। যোগেন্দ্র যাদব বললেন, কংগ্রেসের মৃত্যু অবশ্যম্ভাবী।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে স্বরাজ ইন্ডিয়ার এই নেতা বলেন, ‘কংগ্রেসের অবশ্যই মৃত্যু ঘটবে। যদি ভারতের চেতনাকে বাঁচাতে এই নির্বাচনে বিজেপিকে থামাতে না পারে কংগ্রেস, তাহলে ভারতীয় ইতিহাসে এ দলটির কোনো ইতিবাচক ভূমিকা থাকবে না। আজ বিকল্প একটি প্ল্যাটফর্ম তৈরির পেছনে একক বৃহত্তম বাধা এই দলটি।



ইন্ডিয়া ট্যুডের বুথ ফেরত জরিপে কংগ্রেসের ভরাডুবির আভাসে দলটির সমালোচনা টুইটে তিনি এসব কথা বলেন। 

জরিপ বলছে, ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে এবার বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট ৩০২টি আসন পেতে পারে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এবং মিত্ররা পেতে পারে ১২২ আসন।


কোন মন্তব্য নেই