ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। শুক্রবার সকালে স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দক্ষিণ জাপানের উপকূলে ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।
এবার প্রবল ভূমিকম্পের আশঙ্কা
স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎস ছিল ভূগর্ভ থেকে ৩৫ কিলোমিটার নীচে। বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে শক্তিশালী এই জোড়া ভূমিকম্প ২টি আঘাত হানে।
তবে শক্তিশালী এই ভূমিকম্পের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটি।
কোন মন্তব্য নেই