জাপান প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাপান প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর



জাপান প্রবাসী বিত্তবান বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। মঙ্গলবার টোকিওতে  প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।  সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

তিন দেশ সফরের অংশ হিসেবে চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।  

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে এবং টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান।  

এরপর বিমানবন্দর থেকে সরাসরি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের আত্মার সম্পর্ক। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়তে জাপানের ভূমিকার কথা স্মরণ করেন তিনি।



সংবর্ধনায় জাপান প্রবাসী বিত্তবান বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন নতুন পণ্যের রপ্তানি বাজার খুঁজতে প্রবাসীরা ভূমিকা রাখতে পারেন-এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, পণ্য বাজারজাতকরণে, কোন দেশে কোন কোন পণ্যের চাহিদা সেটা আমরা উৎপাদন করতে পারি, বাজারজাত করতে পারি। সেই সুযোগ যথেষ্ট আছে। নতুন পণ্যের বাজার ক্ষেত্রে প্রবাসীরাও ভূমিকা রাখতে পারে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষিভিত্তিক বাংলাদেশ থেকে শিল্পোন্নত বাংলাদেশ গড়ে তুলতে জাপানকে মডেল হিসেবে অনুসরণের কথাও জানান বাংলাদেশের সরকার প্রধান।


কোন মন্তব্য নেই