বসুন্ধরার আলমাস-মোস্তফা মার্টে নকল কসমেটিক্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বসুন্ধরার আলমাস-মোস্তফা মার্টে নকল কসমেটিক্স

সুপার শপ আলমাস, মোস্তফা মার্ট ও বিবিবি কসমেটিক্সসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। নামিদামি সব ব্র্যান্ডের নামে অবৈধ নকল বিদেশি কসমেটিক্স বিক্রির অপরাধে তাদের এই জরিমানা করা হয়।



সোমবার রাজধানীর বসুন্ধরা সিটিতে বিশেষ অভিযান চালানোর সময় এ জরিমানা করা হয়।

সংস্থাটির ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, আলমাস, মোস্তফা মার্ট, বিবিবি কসমেটিক্স এ গুলো নামকরা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা ও বিশ্বাস আছে। মানুষের সেই সরলতাকে পুঁজি করে অবৈধভাবে আনা বিভিন্ন বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি করছে প্রতিষ্ঠানগুলো। এসব প্রসাধনীর গায়ে আমদানিকারকের নামও লেখা নেই।

তিনি আরো জানান, এগুলো আসলেই ব্র্যান্ডের পণ্য নাকি কেরানীগঞ্জ, জিঞ্জিরা ও চকবাজারে তৈরি নকল কসমেটিক্স, তার কোনো নিশ্চয়তা নেই। এছাড়াও এসব পণ্যে ইচ্ছেমতো মূল্য লিখে বিক্রি করা হচ্ছে। এতে করে একদিকে ভোক্তাদের ঠকানো হচ্ছে আবার অন্যদিকে রাজস্ব ফাঁকি দিচ্ছে, যা আইন অনুযায়ী দণ্ডনীয়।

ভোক্তা অধিকারের এই কর্মকর্তা আরো জানান, এমন অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সেভলি কসমেটিক্সকে ৫০ হাজার টাকা, নিউর কসমেটিক্সকে ৫০ হাজার এবং আমরিন ফ্যাশনকে ১০ হাজার টাকা জরিমানাসহ দোকানটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তিনি আরো জানান, পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী তাদের দ্বিগুণ জরিমানাসহ দোকান সিলগালা করে দেয়া হবে বলেও এসময় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।



উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। আর এ অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)- ১ এর সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

কোন মন্তব্য নেই