দিনে ৩৬ ডিম, ৫ কেজি মাংস, ৫ লিটার দুধ খান পাকিস্তানি হাল্ক আরবাব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দিনে ৩৬ ডিম, ৫ কেজি মাংস, ৫ লিটার দুধ খান পাকিস্তানি হাল্ক আরবাব



প্রতিদিন ৩৬টি ডিম, ৫ কেজি গরুর মাংস ও ৫ লিটার দুধ খান পাকিস্তানি এক অতিকায় তরুণ আরবাব খিজর হায়াত। পাকিস্তানে তিনি হাল্ক নামে পরিচিত। ৪৩৬ কিলোগ্রাম ওজনের আরবাব অংশগ্রহণ করতে চান ওয়ার্ল্ড রেসলিং ইন্টারটেনমেন্ট (ডাব্লুডাব্লুই)-তে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে আরবাব জানিয়েছেন, ডব্লুডব্লুই-তে যোগ দেওয়াই তার একমাত্র লক্ষ্য। এজন্য ওজন যাতে নির্দিষ্ট পরিমাণ করা যায়, সেই লক্ষে চিকিত্সকদের পরামর্শ নিচ্ছেন তিনি।



পাকিস্তানি হাল্ক আরবাবের দাবি, তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তার উচ্চতা ৬.৩ ফুট। তিনি প্রতিদিন ৩৬ টি ডিম, ৫ কেজি মাংস ও ৫ লিটার দুধ খান। তিনি জানান, এত ভারী হলেও তার কোনও শারীরিক সমস্যা নেই।

কোন মন্তব্য নেই