১০০ দিনের মধ্যে ভারতে 5G-র ট্রায়াল, ঘোষণা মন্ত্রীর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১০০ দিনের মধ্যে ভারতে 5G-র ট্রায়াল, ঘোষণা মন্ত্রীর



 আগামী ১০০ দিনের মধ্যে ভারতে 5G প্রযুক্তি ট্রায়াল শুরু হবে। সোমবার মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরে এমনই জানালেন জানালেন টেলিকমমন্ত্রী রবিশংকর প্রসাদ। 5G প্রযুক্তিকে সমাজের পিছিয়ে পড়া অংশ এবং সামাজিক কল্যাণের কাজে ব্যবহার সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। 

এ ছাড়া চলতি বছরেই 5G এবং অন্যান্য ব্রান্ডের এয়ারওয়েভ সরকার নিলামে তুলবে বলে জানিয়েছেন মন্ত্রী। সরকারি কোষাগার ভরাতে 5G এয়ারওয়েভ বিক্রির জন্য সরকারের এই ব্যস্ততা বলে মনে করা হচ্ছে। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ আর্থিক বছরে কোনও স্পেকট্রাম নিলাম হয়নি। 



এদিকে, প্রয়োজনের ভিত্তিতে ৫ লক্ষ পালবিক Wifi হটস্পট তৈরির চিন্তাভাবনা সরকারের আছে বলেও জানিয়েছেন রবিশংকর। এতে মোবাইল রোমিঙের মতোই গ্রাহকরা একটি হটস্পট অপারেটরের কাছে সাইন আপ করলেও চলার পথে যে কোনও হটস্পটে কানেক্ট করতে পারবেন। সেইসঙ্গে তৈরি করা হবে ১ লক্ষ ডিজিটাল গ্রাম। এই প্রকল্প দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় আমুল বদল আনবে বলে আশা মন্ত্রীর। -এই সময় ডিজিটাল

কোন মন্তব্য নেই