তিনদিনের সফরে যুক্তরাজ্যে ট্রাম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তিনদিনের সফরে যুক্তরাজ্যে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন।

ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান সোমবার স্থানীয় সময় সকালে লন্ডনের স্ট্যান্সটেড বিমানবন্দরে অবতরণ করে।



মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাজ্যে এটিই ট্রাম্পের প্রথম সফর। বিবিসি জানিয়েছে, লন্ডনে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রন্ত্রী জেরেমি হান্ট এবং যু্ক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন।

সফরের প্রথম পর্বে ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাত করেছেন। তারা প্যারেসে পৌঁছানোর পর ট্রাম্প দম্পতিকে স্বাগত জানিয়েছেন রানি।

ট্রাম্প ৩ থেকে ৫ জুন পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন। রানি এলিজাবেথ এবং প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাতের পর বাকিংহাম প্যালেসে ভোজের পাশাপাশি ওয়েস্টমিনস্টার অ্যাবেতেও যাবেন তিনি।



এদিকে ট্রাম্পের সফরকালে লন্ডন, মানচেস্টার, বেলফাস্ট এবং বার্মিংহামসহ যুক্তরাজ্যের কয়েকটি শহরে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার ট্রাফালগার স্কয়ারে সকাল ১১টার দিকে এ বিক্ষোভ শুরুর পরিকল্পনা করেছেন আয়োজকরা।

সন্ধ্যায় রানির বাকিংহাম প্যালেসে ট্রাম্প এবং মেলানিয়ার জন্য আছে ভোজের আয়োজন করা হয়েছে। সেখানে অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রানি দ্বিতীয় এলিজাবেথ।



বাকিংহাম প্যালেসে এ ভোজপর্বে অতিথিদের মধ্যে উপস্থিত থাকছেন যুক্তরাজ্যের বিশিষ্ট মার্কিন নাগরিকরা। তবে লেবার নেতা জেরেমি করবিন, হাউজ অব কমন্সের স্পিকার এবং লিবারেল ডেমোক্র্যাট নেতা এ ভোজ বয়কট করছেন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী থেরেসা মে এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে করার কথা রয়েছে ট্রাম্পের। এরপর তিনি ডাউনিং স্ট্রিটে মের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করবেন।


কোন মন্তব্য নেই