প্রধানমন্ত্রীকে আনতে কাতারে, পাসপোর্ট না থাকায় পাইলট আটকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনারের পাইলটকে আটকে রেখেছে কাতার ইমিগ্রেশন। ওই পাইলটের নাম ক্যাপ্টেন ফজল মাহমুদ। পাসপোর্ট সঙ্গে না থাকায় বুধবার রাতে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন তিনি।
জানা গেছে, বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৮৭ মডেলের একটি ড্রিমলাইনার দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। বিশেষ এই বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন ফজল মাহমুদ। তিনি পাসপোর্ট ছাড়াই কাতার যান, যেটি ধরা পড়ে সে দেশের ইমিগ্রেশনে। পরে তাকে ইমিগ্রেশনে আটকে রাখা হয়।
আইন অনুযায়ী, পাসপোর্ট ছাড়া কারো দেশত্যাগ কিংবা অন্য দেশে প্রবেশের সুযোগ নেই। ফজল মাহমুদ কাতার ইমিগ্রেশনকে জানান, তার পাসপোর্ট বিমানের ফ্লাইট অপারেশন রুমের লকারে। পরে বিমানের নিরাপত্তা মহাব্যবস্থাপকের কাছ থেকে চাবি নিয়ে ফজল মাহমুদের পাসপোর্ট উদ্ধার করেন বিমানের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ মহাব্যবস্থাপক (জিএম সেন্ট্রাল কন্ট্রোল ) আশরাফ হোসেন।
তিনি জানান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন জামিল আহমেদের নির্দেশনা মতে তিনি পাসপোর্ট উদ্ধার করেন এবং এই পাসপোর্ট কাতারে পাঠানোর উদ্যোগ নেন তিনি।
এদিকে পাসপোর্ট ছাড়া একজন পাইলট কীভাবে নিজ দেশের ইমিগ্রেশন পার হয়ে বিদেশ গেলেন এটি নিয়ে তোলপাড় চলছে। আইন অনুযায়ী পাসপোর্ট ছাড়া দেশত্যাগ ও অন্য দেশে প্রবেশের সুযোগ নেই।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক বলেন, ‘বিষয়টি ক্যাপ্টেন ফজল মাহমুদের ব্যক্তিগত গাফিলতি। তিনি দেশে ফিরে আসার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘এখানে শুধু ফজল মাহমুদেরই গাফিলতি ছিলো না, অনেকের গাফলতি রয়েছে। পাইলট পাসপোর্ট ছাড়া রওনা হলেন, কিন্তু ঢাকার বিমানবন্দরের ইমিগ্রেশন কি করলো? তাদেরও এখানে দায়িত্ব ছিল।’
তবে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ফেরায় কোনো সমস্যা হবে না বলে জানিয়ে তিনি বলেন, ‘পাইলটের পাসপোর্ট রিজেন্টে পাঠিয়ে দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই পাসপোর্ট হাতে পেয়ে যাবে পাইলট।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দেশে সরকারি সফরের অংশ হিসেবে বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছেন। আগামী ৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। তাকে বহন করতে বোয়িং ৭৮৭ মডেলের ড্রিমলাইনার কাতার অবস্থান করছে।
কোন মন্তব্য নেই