যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি চীনের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি চীনের

 যুক্তরাষ্ট্রে সম্প্রতি বন্দুকধারীর গুলিতে প্রাণহানির ঘটনায় চীন সে দেশ ভ্রমণে তার নাগরিকদের সতর্ক করেছে।



বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যে বুধবার এই ভ্রমণ সতর্কতা জারি করেছে চীন।

চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে ডাকাতি ও বন্দুক হামলার উল্লেখ করে নাগরিকদের সতর্ক করেছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের নামেও চীনা নাগরিকদের ‘হয়রানি’ করছে । পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান পরিস্থিতিতে এই সতর্কতার প্রয়োজন রয়েছে।



কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো চীনা নাগরিকদের সেদেশে প্রবেশ কিংবা সেখান থেকে চলে আসার সময় জিজ্ঞাসাবাদ এবং বিভিন্নভাবে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা বিষয়ে চীনের সিসিটিভিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে সম্প্রতি ঘন ঘন বন্দুকধারীর হামলা, ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে। এ অবস্থায় চীনের পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ভ্রমণে পর্যটকদের ঝুঁকির বিষয়ে গুরুত্ব দিতে বলেছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র গত মাসে চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি এবং সে দেশের প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার পর দুই পরাশক্তির সাম্প্রতিক দ্বন্দ্বে নতুন করে উত্তেজনা ছড়ায়।



এর আগে গত বছর দুই দেশই একে অপরের পণ্যে কয়েক বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করে। এর ফলে বাণিজ্য ব্যাহত এবং ক্ষতির মুখে পড়ে বিশ্ব অর্থনীতি।

কোন মন্তব্য নেই