টসে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা
টসে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় চেস্টার-লি-স্ট্রিটে মুখোমুখি হয় দুই দল।
এবারের বিশ্বকাপে পয়েন্ট তালিকায় মোটেও ভালো অবস্থানে নেই দক্ষিণ আফ্রিকা। সাত ম্যাচের পাঁচটিতেই পরাজিত হয়েছে তারা। এ ছাড়া একটি জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের নামের পাশে যুক্ত হয়েছে মাত্র ৩ পয়েন্ট। তবে সম্মান রক্ষার্থে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ তাদের কাছে।
অন্যদিকে ছয় ম্যাচের মধ্যে দুটি জয়, দুটি পরাজয় ও দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কার। তাঁদের আছে ৬ পয়েন্ট। তবে সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে আজকের ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার কাছেও।
দক্ষিণ আফ্রিকা একাদশ : হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), এইডেন মার্করাম, র্যাসি ভ্যান ডার ডুসেন, জেপি ডুমিনি, আন্ডিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, ক্রিস মরিস, কাগিসো রাবাদা ও ইমরান তাহির।
শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, অভিষেক ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা ও সুরঙ্গা লাকমল।

কোন মন্তব্য নেই