ফিরে গেলেন বসিরহাট, সাংসদ হয়ে গরিবের মুখে হাসি ফোটালেন নুসরত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফিরে গেলেন বসিরহাট, সাংসদ হয়ে গরিবের মুখে হাসি ফোটালেন নুসরত

লোকসভা ভোটের ফলপ্রকাশের পর আপনার এলাকার সাংসদ গিয়েছে এখনও? এমন প্রশ্নের উত্তরে ভারতবর্ষের বেশিরভাগ কেন্দ্রের ভোটাররাই হয়ত নেতিবাচক উত্তর দেবেন। কিন্তু বসিরহাটের মানুষ বলবেন উলটোটা। কারণ ভোটের প্রচারে মানুষের পাশে থাকার যে বার্তা দিয়েছিলেন সেখানকার তৃণমূল প্রার্থী নুসরত জাহান, জিতে সাংসদ হওয়ার পরপরই তা রক্ষার ঝলক অন্তত তিনি দেখাতে শুরু করেছেন। 



সোমবার বসিরহাটে গেলেন নুসরত। শুধু যাওয়াই নয়, গরিব মানুষদের হাতে তুলে দিলেন জামাকাপড়ও। আর তারকা সাংসদের হাত থেকে সেই উপহার পেয়ে খুশি বসিরহাটের মানুষও। 

বসিরহাটের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে নুসরত বলেন, 'প্রতিটি মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রত্যাশাকে আপনারা সম্মান দিয়ে দিয়েছেন। বসিরহাটের মানুষের জন্যে আমি আজ সাংসদ হয়েছি। আগামীদিনে বসিরহাটের মানুষের জন্যে মন থেকে কাজ করতে চাই। আপনাদের মন জয় করেছি। আরও মন জয় করব।' 



উল্লেখ্য, প্রার্থী হওয়া থেকে শুরু করে সংসদে নিজের ইচ্ছেমতো পোশাক পরে হাজির হওয়া- নুসরতকে বারবার আক্রমণের নিশানা করেছে বিরোধীরা। কিন্তু তিনি যে সমালোচনা বা অন্যের কথায় গুরুত্ব দেওয়ার বদলে কাজ করাতে বেশি উৎসাহী, তা স্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমেই। অনেকেই বলছেন, সাংসদ নির্বাচন করা হয় মানুষের কাজের জন্যে, নুসরত সেখানে শুরুতেই যে চেষ্টাটা দেখাচ্ছেন, সেটাও কম সাধুবাদযোগ্য নয়।


কোন মন্তব্য নেই