বাড়তি ভাড়া নেওয়ায় বাস কর্তৃপক্ষের জরিমানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাড়তি ভাড়া নেওয়ায় বাস কর্তৃপক্ষের জরিমানা


ঈদে ঘরমুখী যাত্রীদের নিকট থেকে বাড়তি ভাড়া নেওয়ার দায়ে মানিকগঞ্জের এসি লিংক কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ সোমবার বিকেলে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠের পাশে এসি লিংক কাউন্টারে এই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এ বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান রুমেল ব‌লেন, ‘মানিকগঞ্জ থেকে মতিঝিলের নির্ধারিত ভাড়া ২০০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিকট থেকে ২০০ টাকার ভাড়া ৩০০ টাকা আদায় করে এসি লিংক কর্তৃপক্ষ। পরে সরেজমিনে এর সত্যতা পাওয়ায় এসি লিংক কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।’


কোন মন্তব্য নেই