ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী লারা মুম্বাইয়ে হাসপাতালে ভর্তি: রিপোর্ট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী লারা মুম্বাইয়ে হাসপাতালে ভর্তি: রিপোর্ট




ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তী ব্রায়ান লারা মঙ্গলবার বুধবার দুপুরে হাসপাতালে ভর্তি হন।



প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সংবাদ সংস্থা জানায়, ৫০ বছর বয়সী ত্রিনিদাদিয়ানকে একটি প্রচারমূলক ইভেন্টে অস্বস্তির অভিযোগের পর হাসপাতালে ভর্তি করা হয়।

চলমান ক্রিকেট বিশ্বকাপের সরকারী সম্প্রচারকারী স্টার স্পোর্টস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লারা মুম্বাইয়ে ছিলেন।

আধুনিক যুগের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন, লারা দুটি বিশ্ব ব্যাটিং রেকর্ড ধারণ করেছেন - ১৯৯৪ সালে সর্বকালের সর্বকালের সেরা টেস্ট স্কোর এবং ১৯৯৪ সালে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ৫০১ রান করেন।

২০০৭ সালে বিশ্বকাপে হতাশ ওয়েস্ট ইন্ডিজের অভিষেকের পর সাবেক অধিনায়ক অবসর গ্রহণ করেন।


খবর: মুম্বাই (এএফপি)

কোন মন্তব্য নেই