পানি উন্নয়ন বোর্ড পানির নিচে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পানি উন্নয়ন বোর্ড পানির নিচে



হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ড নিজেই চলে গেছে পানির নিচে- এমনটাই দেখালেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র থেকে তিনি ফেসবুক লাইভ করেন। ভিডিওচিত্রে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ড ও তার আশপাশের এলাকা হাঁটুপানিতে ডুবে গেছে। কার্যালয়ের সামনেই ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। ভিডিওচিত্রে সুমন দেখান, অদূরে সার্কিট হাউজেও পানি উঠে গেছে।

এক ব্যবসায়ী জানান, অল্প বৃষ্টি হলেই জমে যায় পানি। সেখানে চলাচল কষ্টকর হয়ে যায়। শুধু তাই নয়, একটু বৃষ্টি মানেই তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। ওই ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, আগামীকাল ঈদ আর আজ চারিদিকে পানিতে ডুবে গেছে, ব্যবসা করব কীভাবে আর পানিতে কাস্টমার আসবে কীভাবে? 

কী কারণে এই পানি জমে যায়? সেটাও স্পষ্ট করলেন ব্যরিস্টার সুমন। ফেসবুক লাইভের সামনে এসে এক গণমাধ্যমকর্মী বলেন, আশপাশের যেসব খাল রয়েছে সেসব সম্পূর্ণ দখলে চলে গেছে। এ সব দখল করেছেন স্থানীয় সরকারদলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকার্তারা যোগসাজশ করে।

হবিগঞ্জের সায়েদুল হক সুমন ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করার পর ২০০৯ সালে যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। সেখানে সিটি ইউনিভার্সিটি থেকে বার অ্যাট ল’ করেন তিনি। সুপ্রিম কোর্টের এ আইনজীবী এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আইনজীবী হলেও সুমন পরিচিতমুখ হয়ে উঠেছেন অনিয়মের বিরুদ্ধে তার ‘ফেসবুক লাইভ আন্দোলন’ এর মাধ্যমে। 

অনিয়মের বিরুদ্ধে ‘ফেসবুক লাইভ’ আন্দোলন নিয়ে সায়েদুল হক সুমন বলেন, প্রযুক্তির এমন সদ্ব্যবহারের কোনো পূর্বপরিকল্পনা ছিল না। শিক্ষাজীবন থেকেই আমি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত। কাজ করতে করতেই দেশে আধুনিক প্রযুক্তির প্রচলন ঘটে। মনে হচ্ছিল ছোট একটা ভালো কাজ করে যদি প্রচার করা যায়, তাহলে আরো হাজারটা ভালো কাজ হবে। একপর্যায়ে ধীরে ধীরে ফেসবুক লাইভে কথা বলার সাহস পাই। ভালো সাড়াও আসে সব জায়গা থেকে।


দেখুন সেই ভিডিও

কোন মন্তব্য নেই