ইন্টারনেট-সিম ছাড়াও কথা বলা যাবে ফোনে! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইন্টারনেট-সিম ছাড়াও কথা বলা যাবে ফোনে!



শিরোনাম পড়ে নিশ্চয়ই অবাক হচ্ছেন? ওয়াইফাই এবং সিম ছাড়া কিভাবে ফোনে কথা বলা যাবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যিই এমনটি করা যাবে বলে দাবি করছে চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অপো।

অপো বলছে, মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই এবং ব্লুটুথ সংযোগ ছাড়াই নির্দিষ্ট দূরত্বের মধ্যে দুজন ব্যক্তির কাছে অপো ডিভাইস থাকলে ফোন এবং মেসেজ করা যাবে।

এই নেটওয়ার্ক ব্যবস্থাকে ‘মেশ টক’ সার্ভিস বলছে অপো। যা তিন কিলোমিটার দূরত্বের মধ্যে যোগাযোগের জন্য একটি স্বাধীন নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলবে।

মূলত অপো ডিভাইসে যোগাযোগের জন্য নেটওয়ার্ক সিস্টেমে ‘অ্যাডহক’ লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে অন্য অপো ডিভাইসটির সঙ্গে যুক্ত করবে। এরজন্য কোনো মোবাইল নেটওয়ার্ক স্টেশনের প্রয়োজন হবে না।


প্রতিষ্ঠানটি বলছে, ‘মেশ টক’ ব্যবহারে ফোনের ব্যাটারিতে বাড়তি কোনো চাপ পড়বে না। যা স্ট্যান্ডবাই ৭২ ঘণ্টা পর্যন্ত চলবে এবং স্বল্প চার্জেও জরুরি মূহুর্তে ব্যবহার করা যাবে। তবে মেশ টক সার্ভিস ফিচারটি কবে আসবে এ বিষয়ে কিছু জানায়নি অপো।

গত সপ্তাহে চীনের সাংহাইতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মেস টক সার্ভিস নিয়ে কথা বলে অপো।

কোন মন্তব্য নেই