মেয়ে নাফিজাকে ৪ লাখ শেয়ার উপহার দিয়েছেন অর্থমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেয়ে নাফিজাকে ৪ লাখ শেয়ার উপহার দিয়েছেন অর্থমন্ত্রী



অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) তার মেয়ে নাফিজা কামালকে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের প্রায় ৪ লাখ শেয়ার উপহার দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এই তথ্য জানা গেছে।

অর্থমন্ত্রী এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের অন্যতম প্রধান উদ্যোক্তা (Sponsor)। তার মেয়ে নাফিজা কোম্পানিটির পরিচালক।




গত ১৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার মেয়ে নাফিজা কামালকে ৩ লাখ ৯০ হাজার ২০০টি শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে এই উপহার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে।



অভিহিত মূল্যে

কোম্পানি সূত্রে জানা গেছে,৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছর শেষে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২ শতাংশ বা ৮ লাখ ৪৭ হাজার শেয়ারের মালিকানায় ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার একটি অংশ তিনি মেয়েকে দিয়েছেন।

উপহার পাওয়ার আগে নাফিজা কামাল কোম্পানিটির ১.০৯ শতাংশ বা ৫ লাখ ৫৯ হাজার ৮০০টি শেয়ারের মালিক ছিলেন। বাবার কাছ থেকে উপহার পাওয়ার ফলে কোম্পানিটিতে তার মালিকানার অংশ আরও বাড়ল।-অর্থসূচক


কোন মন্তব্য নেই