কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর



কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয়ে মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলার দুদিন পরই ব্রিটিশ প্রধানমন্ত্রী কথা বললেন।

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিরসনে ট্রাম্প মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী দুই পক্ষের আলোচনার মাধ্যমে এ সঙ্কট সমাধানে গুরুত্ব দিয়েছেন।

বার্তা সংস্থা পিটিআই’র বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই দেশের প্রধানমন্ত্রী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। জনসন স্পষ্ট জানিয়েছেন ইস্যুটিকে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সমস্যা বলে মনে করে ব্রিটেন। পাশাপাশি, এ সমস্যা সমাধানে আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

১০ নং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, ভারত ও ব্রিটেনের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে যা দুই দেশের উন্নয়ন ঘটাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কোন মন্তব্য নেই