ইরানে রিয়ালের নতুন নাম 'তুমান', বাতিল মুদ্রার চার শূন্য - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইরানে রিয়ালের নতুন নাম 'তুমান', বাতিল মুদ্রার চার শূন্য





মুদ্রার নাম পরিবর্তন করেছে ইরান সরকার। ইরানি রিয়ালের পরিবর্তে নামকরণ হয়েছে, তুমান। একই সাথে ব্যাংক নোট থেকে শূন্য কমিয়ে দেয়া হয়েছে।
প্রেসিডেন্টের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার অনুমোদন পাওয়ায় এসব পরিবর্তন করা হয়েছে বলে জানায় ইরানের কেন্দ্রীয় ব্যাংক। জানায়, ১৯৩০ সাল পর্যন্ত ইরানি মুদ্রার নাম ছিলো তুমান। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয়, রিয়াল।

তবে স্থানীয়দের কাছে এটি এখনো তুমান হিসেবেই পরিচিত। তাই একই মুদ্রার দুই নামের বিড়ম্বনা এড়াতে আবারো নাম পরিবর্তন করা হয়।

নাম পরিবর্তনকে স্বাগত জানালেও শূন্য কমানোর কারণে প্রেসিডেন্ট ও সরকারের সমালোচনা করছেন স্থানীয়রা।

কোন মন্তব্য নেই