সহকর্মীর গুলিতে ৮ রুশ সেনা নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সহকর্মীর গুলিতে ৮ রুশ সেনা নিহত



রাশিয়ায় ‘মানসিক বিকারগ্রস্ত’ এক সহকর্মীর গুলিতে রুশ সেনাবাহিনীর ৮ জন সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। দেশটির পূর্বাঞ্চলীয় চিতা শহরের কাছে গরনি গ্রামের এক সামরিক ঘাঁটিতে শুক্রবার এ ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় রামিল শামসুতদিনভ নামের একজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মানসিক সমস্যায় ভুগছেন।

ঘটনাটি এখন তদন্তাধীন। স্থানীয় সময় সোয়া ছয়টায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ট্রান্স বৈকাল অঞ্চলে প্রহরার পালা পরিবর্তনের সময় এ গুলির ঘটনা ঘটে। বাধ্যতামূলকভাবে সৈন্যদলে নিযুক্ত শামসুতদিনভের গুলিতে নিহত আটজনের মধ্যে দুজন অফিসার, ছয়জন সাধারণ সৈনিক।

উপ-প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে কারতাপোলোভের নেতৃত্বে বিশেষ একটি কমিশন ঘটনাস্থল পরিদর্শনে গেছে রাশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

৫৪১৬০ মিলিটারি ইউনিটটি আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্রিগেডের সমন্বয়ে গঠিত। তাদের অধীনে রয়েছে পারমাণবিক বোমা বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র।

রাশিয়ায় ১৮ থেকে ২৭ বছর বয়সী পুরুষ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক। সাধারণত ১২ মাসের প্রশিক্ষণ নিয়ে থাকে তারা। পরবর্তীতে চাইলে সশস্ত্রবাহিনীতে পেশাদার সদস্য হিসেবেও থাকা যায়।

কোন মন্তব্য নেই