গুরুতর অসুস্থ নওয়াজ শরীফের জামিন মঞ্জুর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জামিন পেয়েছেন। চিকিৎসার জন্যে তাকে জামিন দেয়া হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) গুরুতর অসুস্থ অবস্থায় তার জামিন মঞ্জুর করে লাহোর হাইকোর্ট। তবে অন্য একটি মামলায় এখনও গ্রেফতার রয়েছেন তিনি। ওই মামলায় মঙ্গলবার (২৯ অক্টোবর) জামিনের ব্যাপারে আদেশ দেবেন আদালত।
২০১৬ সালে লন্ডনে ওপেন হার্ট সার্জারি করা নওয়াজ ইমিউন ডিজ-অর্ডারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার রক্তে প্লাটিলেট কাউন্ট আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। ৬৯ বছরের এই রাজনীতিককে গত সোমবার কারাবন্দি অবস্থাতেই লাহোরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে জামিনের আবেদন করেন তার ভাই তথা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ-এর প্রধান শাহবাজ শরিফ। শুক্রবার সেই আবেদন মঞ্জুর করেন লাহোর হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ।
নওয়াজের আইনজীবী আম নাজির তারার গণমাধ্যমকে জানান, তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। ফলে উন্নত চিকিৎসার প্রয়োজন। এ জন্যে তারা জামিন আবেদন করেন।
নওয়াজের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার প্লাটিলেট ২০ হাজার থেকে কমে ছয় হাজারে দাঁড়িয়েছে। অনতিবিলম্বে যথাযথ চিকিৎসা শুরু না হলে তার জীবন বিপন্ন হয়ে পড়বে।
উল্লেখ্য, দুর্নীতির দায়ে ২০১৮ সালের ডিসেম্বরে নওয়াজ শরীফকে সাত বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত।
কোন মন্তব্য নেই