রংপুর মেডিক্যালে দুর্নীতির বিচার দাবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রংপুর মেডিক্যালে দুর্নীতির বিচার দাবি







রংপুর মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ এনে জড়িতদের বিচার দাবি করেছেন মেডিক্যাল কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

শুক্রবার পৃথক বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব বলেন, রংপুর মেডিক্যাল কলেজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। দুর্নীতি ও আত্মসাতের সাথে এখানকার চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, তদন্ত স্বাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে রংপুর মেডিক্যাল কলেজে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরে আসবে। মেডিক্যালের পলাতক শিক্ষক ও কর্মকর্তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান মসিউর রহমান রাঙ্গা।

কোন মন্তব্য নেই