ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ফেনীতে রবিউল হক মানিক নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এই ঘটনা ঘটে। মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। তিনি ফাজিলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নুরুল হকের একমাত্র ছেলে।
ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর হায়দার জানান, ফাজিলপুর বাজারের পাশে মানিকের বাড়ি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশেই এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই মারা যান মানিক। ময়না তদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি বলে জানান ওমর হায়দার।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়াজী জানান, মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। তিনি একজন সহজ-সরল মানুষ। তার সাথে কারো বিরোধ নেই। পেশায় একজন রংমিস্ত্রি।

কোন মন্তব্য নেই