ইন্দোনেশিয়ার নিরাপত্তামন্ত্রী ও সাবেক সেনাপ্রধানকে ছুরিকাঘাত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইন্দোনেশিয়ার নিরাপত্তামন্ত্রী ও সাবেক সেনাপ্রধানকে ছুরিকাঘাত





ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়কমন্ত্রী উইরানতোকে ছুরিকাঘাত করা হয়েছে। এই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। হামলার পর অভিযুক্ত হিসেবে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দেশটির জাফা দ্বীপের বেনতেন প্রদেশের একটি শহরে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের উঠার আগে তিনি এ আক্রমণের শিকার হন। ঘটনার পরপরই মন্ত্রী উইরানতোকে হেলিকপ্টার যোগে রাজধানী জাকার্তায় একটি হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে তার পাকস্থলীতে দু’টি ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল।

উইরানতো ২০১৬ সাল থেকে ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া উইরানতো দেশটির সেনাপ্রধান ও ২০০৪ সালে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি তৃতীয় হয়েছিলেন। জোকো উইদোদো প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় এই হামলার ঘটনা ঘটে।


কোন মন্তব্য নেই