আমেরিকার আশঙ্কা, পাকিস্তান হামলা চালাতে পারে ভারতে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আমেরিকার আশঙ্কা, পাকিস্তান হামলা চালাতে পারে ভারতে



কয়েকদিন আগেই আমেরিকায় গিয়ে ‘ব্লাডবাথ’ বা রক্তপাতের কথা বলে এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর তারপরই ভারতে হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ওয়াশিংটন। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মার্কিন প্রতিরক্ষা সচিব র‌্যান্ড্যাল শ্রিভার এই আশঙ্কার কথা প্রকাশ করেছেন। 

তিনি বলেন, ভারতে সীমান্ত পারের সন্ত্রাসবাদে যুক্ত জঙ্গি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে পাকিস্তান তৎপর না হলে এমন হামলা হতে পারে।। চীনসহ বিশ্বের কোনও দেশই সেটা চাইবে না। কাশ্মীর প্রশ্নে পাকিস্তানকে চীনের সমর্থনের বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মার্কিন সহকারী সচিব বলেন, চিনের এই সমর্থন কূটনৈতিক ও রাজনৈতিক। এর চেয়ে বেশি কিছু বলে আমি মনে করি না।

এদিকে, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য জঙ্গি হানার বিষয়ে আগেই সরকারকে রিপোর্ট দিয়েছে। নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তের ওপারে প্রশিক্ষিত জঙ্গিদের জড়ো করা হয়েছে, এমন খবরও মিলেছে। তার মধ্যে মার্কিন আশঙ্কা নতুন মাত্রা যোগ করল। সূত্র : কলকাতা ২৪x৭।


কোন মন্তব্য নেই