রাবির দুর্নীতিবাজ প্রশাসনের অপসারণের দাবিতে মানববন্ধন
স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিবাজ আখ্যায়িত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান প্রশাসনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাবি চত্তরে তারা এ মানববন্ধন করা হয়।
দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের ব্যানারে এতে শতাধিক শিক্ষক অংশ নেন। তারা ভিসি-প্রো-ভিসিসহ রাবি প্রশাসনের কর্মকর্তাদের অপসারণ দাবি করেন।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাবির উপাচার্য আব্দুস সোবহানের বিতর্কিত মন্তব্য ও উপ-উপচার্য চৌধুরি মোহাম্মদ জাকারিয়ার একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এর জের ধরে গত মঙ্গলবার রাতে মশাল মিছিলের আয়োজন করার কথাছিল প্রগতিশীল ছাত্রদের। কিন্তু প্রশাসনের আশ্বাসে সেখান থেকে তারা ফিরে আসেন। তবে শিক্ষক সমাজ এবার আন্দোলনে নামলেন।

কোন মন্তব্য নেই