শাবির ভর্তি পরীক্ষা আজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শাবির ভর্তি পরীক্ষা আজ



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ। প্রায় ৭১ হাজার পরীক্ষার্থী এবার দেশের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পরীক্ষায় বসবে।

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত বিড়ম্বনা বেশ সমালোচনার জন্ম দিয়েছিল গতবছর। কিছু অসাধু যান চালকদের কারণে হয়রানির শিকার হওয়া পরীক্ষার্থীদের সমালোচনায় বিদ্ধ হয়েছিল সিলেটবাসী।

গতবছরের বিষয়টি মাথায় রেখে এবার পরীক্ষার্থীদের স্বেচ্ছায় যাতায়াত সুবিধা দিতে এগিয়ে এসেছে বেশ কয়েকটি সংগঠন। নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও।

শুধু তাই নয়, ভর্তি পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থীদের বিনা বাড়ায় যাতায়াত সুবিধা দিতে ২০টি বাস দেবে বলে আগেই ঘোষণা দিয়েছিল সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। তাদের সেই পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার ২০টি বাসের শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেটের একটি অভিজাত হোটেল প্রাঙ্গনে বাস গাড়িগুলোর উদ্বোধন ঘোষণা করেন শাবিপ্রবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘সিলেট চেম্বার একটি ঐতিহ্যবাহী চেম্বার। সংগঠনটি শুধু ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করে না বরং এর পাশাপাশি জনকল্যাণমূলক কাজ করে থাকে। সিলেট চেম্বার কর্তৃক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রদানকৃত বাস সার্ভিস তারই উল্ল্যেখযোগ্য উদাহরণ। সিলেট চেম্বারের এই মহান উদ্যোগে আমি সত্যিই অভিভূত এবং বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার জন্য আমি সিলেট চেম্বারের সভাপতি এবং পরিচালনা পরিষদসহ সকলকে অসংখ্য অভিনন্দন ও ধন্যবাদ জানাই।’

তিনি আগামী দিনগুলোতে সিলেট চেম্বারকে এভাবে পাশে পাওয়ার প্রত্যাশা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে সিলেট চেম্বারের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট চেম্বারের পক্ষ থেকে বিনা ভাড়ার ২০টি বাসের উদ্বোধনকালে চেম্বার সভাপতি তার বক্তব্যে বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা প্রতি বছর ভর্তি পরীক্ষা দিতে সিলেটে এসে মারাত্মক যানবাহন সংকটে পড়েন। এই সমস্যার কথা বিবেচনায় রেখে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে পৌছে দেওয়ার নিমিত্তে ২০টি বাস শুভেচ্ছা স্বরুপ (বিনা ভাড়ায়) বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বাসগুলো শনিবার সকাল ৭টায় পরীক্ষার্থীদের বিভিন্ন স্থান থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিবে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থান ও পয়েন্ট সমূহে পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা সংবলিত ব্যানার এবং তাদেরকে সার্বিক সহযোগিতার জন্য প্রত্যেকটি বাসে দক্ষ স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছে সিলেট চেম্বার অব কমার্স। সেই সাথে প্রকৃতি কন্যা সিলেটকে বিশ্বের কাছে তুলে ধরতে ও সিলেটের পর্যটন শিল্প বিকাশের জন্য সিলেটকে ব্রান্ডিংয়ের ক্ষেত্রে এই সেবামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এভাবে সবাই এগিয়ে আসলে ভর্তিচ্ছুদের কোন ধরনের দুর্ভোগ পোহাতে হবে না।’

উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, হুমায়ুন আহমদ, মো. আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী, শাবিপ্রবির ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল, চেম্বার সচিব গোলাম আক্তার ফারুক, বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশনের সমাজ সেবা সম্পাদক মো. আমিনুল ইসলাম ও ৩০জন স্বেচ্ছাসেবকসহ উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিবৃন্দ।

কোন মন্তব্য নেই