তানজিদ, আল-আমিনের শতকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তানজিদ, আল-আমিনের শতকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র

আগামি শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে মাঠে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টটি। আর তার আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেএসপিতে শুরু হয়েছে একমাত্র প্রস্তুতি ম্যাচটি। বিসিবি একাদশ যেখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের ছয় ক্রিকেটার নিয়ে লড়ছে জিম্বাবুয়ের বিপক্ষে। আর দ্বিতীয় দিনেই বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসানের শতকে ম্যাচ ড্র করেছে বিসিবি একাদশ। এদিন তানজিদের সঙ্গে শতক হাঁকিয়েছেন বিসিবি একাদশের অধিনায়ক আল-আমিনও।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অনূর্ধ্ব-১৯ দলের আর এক সদস্য শাহাদাত হোসেন মাত্র ১৬ রানের খরচায় নেন ৩টি উইকেট। আর তাতেই ৭ উইকেট হারিয়ে ২৯১ তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে দল। দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য ভালো করেনি বিসিবি একাদশ।






জিম্বাবুয়ের বোলারদের কাছে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে বিসিবি একাদশ। দলীয় রান ৬৯ হতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ দল। এরপর দলের হাল ধরেন আল-আমিন এবং তানজিদ হাসান। নামের পাশে ৮১ বলে ৮৯ রান নিয়ে চা বিরতিতে যান তরুণ বাঁহাতি তানজিদ। চা বিরতির পর এসে পেয়ে যান সেঞ্চুরিও। ৮৭ বলে তানজিদের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বিসিবি একাদশ।

প্রথমে তানজিদের ব্যাট থেকে আসে শতক এরপর তাঁর দেখানো পথ ধরে শতক তুলে নেন আল-আমিনও। ১৪৫ বলে ১৬ চারে শতক তুলে নেন অধিনায়ক আল আমিন। শেষ পর্যন্ত ৯৯ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন তানজিদ হাসান তামিম। এই দুই ক্রিকেটার ষষ্ঠ উইকেট ২২১৯ রানের জুটি গড়েন। আর জিম্বাবুয়ের থেকে মাত্র ৩ রানে পিছিয়ে থেকে ড্র মেনে নেয় দু'দল। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৮৮ রান।

কোন মন্তব্য নেই