কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হলে গ্রাহকরা সব টাকা পাবেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হলে গ্রাহকরা সব টাকা পাবেন














কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হলে গ্রাহকরা সব টাকা পাবেন-এ নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।
মুখপাত্র বলেন, প্রস্তাবিত ব্যাংক সুরক্ষা আইনে জনমনে বিভ্রান্তির কোনো কারণ নেই। কেননা প্রাথমিকভাবে ১৮০ দিনের মধ্যে গ্রাহকদের সর্বোচ্চ ১ লাখ টাকা পরিশোধ করা হবে। যা পেতে আমানতকারীদের আবেদন করতে হবে ৯০দিনের মধ্যে। পরে সম্পদ হিসাব করে, আনুপাতিক হারে গ্রাহকদের সম্পূর্ণ পাওনা পরিশোধ করা হবে।







সিরাজুল ইসলাম জানান, আগামীতে কোনো ব্যাংক অবসায়নের পরিকল্পনা নেই তাদের।

গত ১৯ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর আমানত বীমার পরিমাণ ৮ হাজার ৭৪৭ কোটি টাকা বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।







কোন মন্তব্য নেই