ভয়ঙ্কর ফোট্রোস ড্রোন ইরানের হাতে, পাল্লা ২০০০ কি.মি. - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভয়ঙ্কর ফোট্রোস ড্রোন ইরানের হাতে, পাল্লা ২০০০ কি.মি.












আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান। খুব শিগগিরই নতুন মডেলের ফোট্রোস ড্রোন পেতে যাচ্ছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ড্রোনের পাল্লা হবে ২ হাজার কিলোমিটার।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আইআরজিসি'র ড্রোন বিভাগের কমান্ডার কর্নেল আকবর কারিমলু এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, ফোট্রোস ড্রোনের বিভিন্ন কারিগরি বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং সেগুলো চূড়ান্ত হলে যুদ্ধাঞ্চলে এ ড্রোন মোতায়েন করা হবে।

২০১৩ সালে প্রথমবারের মতো ফোট্রোস ড্রোন চালু করে ইরান। দেশটিতে যে সমস্ত বড় এবং উন্নত সক্ষমতার ড্রোন রয়েছে ফোট্রোস তার অন্যতম। এ ড্রোন একটানা ৩০ ঘণ্টা উড়তে পারে এবং ২হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।

কর্নেল কারিমলু আরো জানান, ইরানের হাতে থাকা মোহাজের-সিক্স মডেলের ড্রোন আরও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে আরও উন্নতমানের মোটর ব্যবহার করা হবে এবং উড্ডয়ন ও অবতরণের সর্বাধুনিক সিস্টেম চালু করা হবে। মোহাজের-সিক্স হচ্ছে ইরানের হাতে থাকা ড্রোন সিরিজের মধ্যে সবচেয়ে উন্নত এবং আধুনিক ড্রোন।






কোন মন্তব্য নেই