দেশে ভারী বর্ষণের আশঙ্কা, নদ-নদীর পানি বৃদ্ধি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দেশে ভারী বর্ষণের আশঙ্কা, নদ-নদীর পানি বৃদ্ধি












দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই সঙ্গে কোথাও ভারী বর্ষণ হবে। সোমবার (২৭ এপ্রিল) আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আজ সোমবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও ভারী বর্ষণ হবে। বজ্রপাতও হতে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগেও বৃষ্টি হবে।

গতকাল রাজধানীতে টানা বৃষ্টিতে বিজয় সরণি, আগারগাঁও, শেওড়াপাড়াসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতকাল ৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

অন্যদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, ভারতে ভারী বর্ষণের কারণে উত্তরের প্রধান প্রধান নদ-নদীর পানি বাড়ছে। যদিও সেটা এখনো বিপৎসীমার নিচে রয়েছে।







কোন মন্তব্য নেই