ভিডিও কনফারেন্সে চলবে ব্রিটিশ সংসদ!
ইস্টার সানডের পর্ব শেষে আগামী সোমবার ব্রিটেনের সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ ও প্রাণহানির কারণে নিয়মতান্ত্রিকভাবে অধিবেশন শুরুর ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু করা যায় কি-না সে ব্যাপারে বৃহস্পতিবার অনুমোদন দেওয়ার কথা রয়েছে। খবর বিবিসির
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত অধিবেশনে সাংসদরা মন্ত্রীদের বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় মন্ত্রীদের পদক্ষেপ সম্পর্কে কথা বলা যাবে।
তবে এ ধরনের অধিবেশনে খুব বেশি সংসদীয় কার্যক্রম চালানো যাবে না। তাছাড়া এই অধিবেশনে বরিস জনসনের মন্ত্রিসভার কিছু সদস্যকে প্রশ্নের মুখেও পড়তে হবে। কারণ করোনা মোকাবিলায় জনসনের রক্ষণশীল দলকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। নাগরিকরা সরকারের করোনা মোকাবিলা বিষয়ক কাজে সন্তুষ্ট নন।
এদিকে করোনা ইস্যুতে ব্রিটেনের বিরোধী লেবার পার্টির সঙ্গে কিছু আস্থার সম্পর্কের সৃষ্টি হয়েছে ক্ষমতাসীনদের মধ্যে। ব্রেক্সিট নিয়ে গত চারবছর ধরে দুইদলের মধ্যে তিক্ততা চলছিল।
কমন্স সভার স্পিকার লিন্ডসে হোয়েল বলেন, এই প্রস্তাবের মূল কথা হলো ভিডিও লিংকের মাধ্যমে প্রতিটি দিনের বৈঠকের শুরুতে মৌখিক প্রশ্ন করার ও বিবৃতি দেওয়ার অনুমতি দেওয়া। প্রস্তাবগুলোতে করোনাভাইরাস সংক্রান্ত ব্যাপারে সরকার ও তার মন্ত্রীরা কী করেছেন বা করছেন, সে বিষয়ে প্রশ্ন করার অনুমতি থাকবে।
স্পিকার আরও বলেন, আমি বুঝতে পারছি না, আমার সহকর্মীরা এতে কতটা সাড়া দেবেন এবং কার্যক্রম কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

কোন মন্তব্য নেই