করোনা প্রতিরোধে মসজিদে নববীতে থর্মাল স্ক্যানার স্থাপন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনা প্রতিরোধে মসজিদে নববীতে থর্মাল স্ক্যানার স্থাপন














মসজিদে নববীতে প্রবেশকারী সকলের শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য থর্মাল স্ক্যানার ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানায় সৌদি প্রেস এজেন্সি।

থর্মাল ইমেজিং ক্যামেরাগুলো ৯ মিটার দূরত্বের মধ্যে নির্ভুলতার সাথে একই সাথে ২৫ জনের শরীরের তাপমাত্রা স্ক্যান করতে পারে। এগুলো বিরতিহীন কাজ করে পারে ও প্রত্যেকের জন্য রিয়েল-টাইম ভিডিও এবং অডিও রিপোর্ট দেয়।

থর্মাল স্ক্যানারগুলো একমাসের জন্য স্টোরেজ মেমোরিতে ছবি এবং তাপমাত্রা সংরক্ষণ এবং সেভ করে রাখতে পারে।

করোনা ভাইরাসে সৌদি আরবে ৭ হাজার ১৪২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৮৭ জন। সৌদি গেজেট।






কোন মন্তব্য নেই